কুষ্টিয়ায় এক ৪ তলা বাড়ী হেলে পড়েছে অন্য আরেক বিল্ডিং এর উপর যে কোন মুহূর্তে ধ্বসে পড়তে পারে!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া :- কুষ্টিয়া বাবর আলী গেটে হানিফ আলীর ৪ তলা বাড়ী।

অপরিকল্পিত নির্মাণের ফলে পাশ্ববর্তী ২ তলা বাড়ীর সাথে পড়েছে হেলে। যে কোন সময় ধ্বসে পড়ার রয়েছে আশঙ্কা। আতঙ্কে দিন কাটছে হেলে পড়া বাড়ীটির প্রতিবেশীদের।

আমলাপাড়া বাবর আলী গেটের হাসান শহিদ রুকু এমনই অভিযোগ করেছে কুষ্টিয়া পৌরসভায়। অভিযোগ সূত্রে জানা যায়, আমলাপাড়া বাবর আলী গেট সংলগ্ন বিসি সড়কের ৯ নং হোল্ডিংএ অবস্থিত হাসান শহিদ রুকুর ২ তলা বাড়ীর সাথে পূর্বপার্শ্বে আবু হানিফের ৪ তলা বাড়ীটি হেলে পড়েছে।

যে কোন সময় হেলে পড়া বাড়ীটি রুকুর বাড়ীকে গুড়িয়ে দিতে পারে বলে আতঙ্কে রয়েছে। এতে বিল্ডিংএ বসবাসরত পরিবারের প্রানহানী ঘটার আশঙ্কা করেছে তারা।

যে কারনে হাসান শহিদ রুকু বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য পৌরসভার নিকট আবেদন করেছে।এ বিষয়ে ৪তলা বাড়ীর মালিক আবু হানিফ বলেন, আমার বিল্ডিং কোনভাবেই হেলে পড়েনি।

বরং রুকুর বিল্ডিংই আমার বিল্ডিংএর দিকে হেলে পড়েছে। এছাড়াও তিনি আরো বলেন, পৌরসভায় অভিযোগ দিলেও আমি পৌরসভার পক্ষ থেকে কোন নোটিশ পায়নি।

এ বিষয়ে অভিযোগকারী হাসান শহিদ রুকু বলেন, আমার বিল্ডিং এর সাথে প্রতিবেশী হানিফের বিল্ডিং হেলে পড়েছে। আমি এ বিষয়ে বারবার হানিফকে জানালেও সে কোন ব্যবস্থা নেয়নি।

ফলে বাধ্য হয়ে আমি পৌরসভায় অভিযোগ দায়ের করেছি।এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম জানায়, বিষয়টি আমরা শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।