কুষ্টিয়ায় জ্বলন্ত ছাইয়ের মধ্যে পড়ে যুবকের মৃত্যু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে আগুনে পুড়ে সারা শরীর ঝলসে যাওয়া রাজু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। রাজু ওই গ্রামের মিজানুর রহমান খেদালির বড় ছেলে।

জানা যায়, পুকুর ভরাটের জন্য ফেলা ছাইয়ের গাদায় পড়ে শরীরের ৯০ ভাগ পুড়ে যায় তার। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পর ৫ দিন চিকিৎসা শেষে গত রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, গত ১০ জানুয়ারি দুপুরে ছুটে যাওয়া গরু ধরতে গিয়ে রাজু দরবেশপুর গ্রামের হুরালীর পুকুরে জ্বলন্ত ছাইয়ের মধ্যে পড়ে গলা পর্যন্ত তলিয়ে যায়। এ সময় রাজুর মা উদ্ধার করতে গেলে তিনিও ছাইয়ের মধ্যে পড়ে যান। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতসলে নিয়ে যায়। সেখানে রাজুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।