কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক -৩

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় এসআই(নিঃ) লিটন কুমার বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় ফোর্সসহ কুষ্টিয়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কুষ্টিয়া মডেল থানাধীন মঙ্গলবাড়ীয়া বাজারস্থ কুষ্টিয়া টু পাবনা মহাসড়ক সংলগ্ন আমির ফার্মেসীর সামনে কতিপয় মাদক ব্যবস্যয়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়া বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই লিটন কুমার বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ ইং ০৯/০৩/২০২১ খ্রিঃ তারিখ ১৪.০৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের ধৃত করেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ০১নং আসামী মোঃ মেহেদী হাসান @ শিমুল এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত লুঙ্গির বাম কোচরের মধ্যে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৪০(চল্লিশ) পিচ, ০২নং আসামী মোঃ নুরুল ইসলাম এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটের মধ্যে হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৩০(ত্রিশ) পিচ এবং ০৩নং আসামী মোঃ তৌহিদুল ইসলাম এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটের মধ্যে হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৩০(ত্রিশ) পিচ সর্বমোট (৪০+৩০+৩০) = ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেন। এতদসংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন এবং পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।