কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়া শহরতলীর এলজিইডি ভবনের সামনে ড্রাম ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এঘটনায় ঘাতক ড্রাম চালককে আটক এবং ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ। গত শনিবার সন্ধা ৬ টার দিকে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়ার মৃত আফতাব বিশ্বাসের ছেলে।নিহত মনিরুল ইসলাম বিআরবি গ্রুপের কিয়াম মেটাল ইন্ড্রাঃ লিঃ এজুনিয়র হেলপার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্বজন সুত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম দীর্ঘদিন কিয়াম মেটাল ইন্ড্রাঃ লিঃ এ জুনিয়র হেলপার হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে উিউটি শেষ করে নিজ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে শহরের এলজিইডি ভবনের সামনে নিমার্ণাধীন কালভার্টের কাছে পৌছালে মনিরুলের সামনে থাকা ড্রাম ট্রাকের পিছনের ব্যাক ডালায় ধাক্কা লেগে পড়ে মাথায় আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়। এসময় স্থানীয়ারা ধাওয়া করে ড্রাম ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে এসে মনিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।