কুষ্টিয়া মডেল থানার অভিযানে চোরাইকৃত মোবাইল ও মোটর সাইকেলসহ আটক ৪

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ায় চোরাইকৃত মোবাইল ফোন ও মোটর সাইকেলসহ চোর সদস্যের চারজনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত এর নির্দেশনা তদন্ত মামুন অর রশিদের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন জায়গাতে থেকে তাদেরকে আটক করেন।

আটকের পর তাদের স্বীকারোক্তি মূলে তাদের হেফাজতে থাকা ১৫ মোবাইল সেট ও একটি ১০০সিসির মোটর সাইকেল উদ্ধার করেন। আজ বিকালে কুষ্টিয়া মডেল থানার প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদেরকে জানান।

আটকৃত হচ্ছে মোল্লাতেঘরিয়া এলাকার রওশন আলীর ছেলে মিলন, কুমারখালী থানার সাওতা উত্তরপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান, হররা কামারপাড়া এলাকার জয়নাল শেখের ছেলে সজিব শেখ ও চৌড়হাস এলাকার আনারুল ইসলামের ছেলে নুর ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ আতিকুল ইসলাম বলেন কয়েকদিন আগে মডেল থানায় একটি মোটর সাইকেল চুরি মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় তদন্ত করতে গেয়ে এই চোর চক্রের সন্ধান পাই।

তাদেরকে জিজ্ঞাসাবাদ মোতাবেক ১৪টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করি।

তবে ধারণা করছি আরও হয়ত থাকতে পারে তবে জিজ্ঞাসাবাদে যাদের নাম আসুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।