কুড়িগ্রামে করোনা ভারতীয় ধরন সংক্রমন রোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খালেকুজ্জামান লাল স্টাফ রিপোর্টার // সীমান্ত জেলা কুড়িগ্রামে করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়া ও ভারতীয় ধরন ছড়িয়ে পড়া রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। জনসচেনতা বাড়াতে শহরের মোড়ে মোড়ে, বাজারে ঘুরে ঘুরে স্বাস্থ্যসেবা মেনে চলার আহবান জানিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে মাক্স বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়।। মঙ্গলবার দুপুরে শহরের পৌরবাজার থেকে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শহিদুল্লাহ লিংকন, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, তথ্য বিভাগের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা: লোকমান হাকিম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, শিক্ষাবিদ উদয় শঙ্কর চক্রবর্তী, সিনয়র সাংবাদিক ইউনুছ আলী, সাংবাদিক শ্যামল ভৌমিক, বাজার সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। পরে জেলা করোনা কমিটির নেতারা দাদা মোড়,বড় বাজারে স্বাস্থ্য সচেতনতা মুলক প্রচারণা করে পথচারীদের মধ্যে মাক্স বিতরন করেছেন। । করোনার ভারতীয় ধরন রোধে সবাইকে বাধ্যতামূলক মাক্স পড়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন জনসচেতনতা সৃষ্টির এই কার্যক্রম অব্যাহত থাকবে।। মাক্স না পড়লে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি জড়িমানা আদায় করা হবে।উল্লেখ্য গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২২ দশমিক ৪১ শতাংশ। গত মে মাসে এ জেলায় আক্রান্তের হার ছিল ১১ দশমিক ৩১ শতাংশ। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৪শ ২ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ১২শ ৬৮ জন। সুস্থ হয়েছেন ১১শ ৬৭ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে ১শ ১ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের।