কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খালেকুজ্জামান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামে গত দুইদিনে বিদ্যুতায়িত হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন কৃষক একজন মুরগির খামারি। পরপর এই মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখান কপুর মাষ্টারটারী গ্রামের এছাহাক আলীর ছেলে নুর ইসলাম (৫৫) আমন বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

একইভাবে গত বুধবার (৬ জুলাই) ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী জকুরটল গ্রামের মৃত মনিরুজ্জামান ওরফে মনির ধনির ছেলে এছাহাক আলী (৫৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

উভয়ে বিদ্যুৎ বোর্ডে হাত দিতে গিয়ে হাত আটকে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পরেছিলেন।অপর দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বালাচর রামরামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মুরগীর খামারি মতিয়ার রহমান (৪৫) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেন।

তিনি শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে খামারের চারদিক জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেন। সকালে সুইচ অফ না করে অসতর্কতাবশত জিআই তারে হাত দিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

ফলে পরপর তিনটি মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।ফুলবাড়ীতে দুটি মৃত্যুর ঘটনায় থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, মাত্র একদিনের ব্যবধানে একইভাবে দুই কৃষকের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। তিনি সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বিষয়টি মর্মান্তিক। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে মাঠ পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পরামর্শ দেওয়া হবে। এছাড়াও কৃষকদের বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক হতে হবে।