কৃষ্ণ সাগর অভিমুখে রাশিয়ার ৬ যুদ্ধজাহাজ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক সংবাদ:-কৃষ্ণ সাগরের দিকে যাচ্ছে রাশিয়ার ৬টি যুদ্ধজাহাজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর নানা অভিযোগের মধ্যেই একটি নৌ মহড়ায় অংশ নিতে ভূমধ্যসাগর থেকে যুদ্ধজাহাজগুলোকে মস্কো কৃষ্ণ সাগরে পাঠিয়েছে বলে জানয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত মাসেই প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বড় ধরনের নৌ মহড়ার ঘোষণা দেয়া হয়েছিল। সেসময় মহড়ায় রাশিয়ার সব নৌবহরকে যুক্ত করার কথা জানায় মস্কো।

এদিকে আগামী ১০ থেকে ২০ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, বেলারুশে রাশিয়ার মহড়ার জবাবে এই পাল্টা মহড়া চালাবে কিয়েভ।

তুরস্কের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ এবং আগামীকালের মধ্যেই যুদ্ধ জাহাজগুলো তুরস্কের জলসীমানা দিয়ে প্রবেশ করবে। যদি রাশিয়া ইউক্রেনে হামলা করত তাহলে ন্যাটোভুক্ত দেশ হিসেবে তুরস্ক রাশিয়ার সব যুদ্ধ জাহাজকে আটকে দিতে পারত।