কোভিড-১৯ দৈনিক শনাক্তের সংখ্যা বেড়ে প্রায় দেড় হাজার, বেড়েছে মৃত্যু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার// কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা অনেকটা কম থাকলেও গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও প্রায় দেড় হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া একদিনের ব্যবধানে বেড়েছে করোনার আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও।দেশে ফের বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৯১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে দাঁড়াল।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানান হয়, নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।

শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানান হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৩ জনের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী। তাদের মধ্যে দু’জন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকালের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। ২৪ ঘন্টার ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়াল ৬ দশমিক ৭৮ শতাংশে। এছাড়া গতকাল ১ জনের মৃত্যুর খবর জানান হলেও আজ ৩ জনের মৃত্যুর খবর জানান হয়েছে। এছাড়া গতকাল ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৪০ জনের করোনা শনাক্ত হয়।

সে হিসেবে আজ কম সংখ্যক নমুনা পরীক্ষাতেও বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।এদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ কোটি ৬১ লাখ ৯২ হাজার ১৯৫ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৩ হাজার ৮০৫ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৯০ লাখ ৬১ হাজার ৭৬০ জনে।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়।

কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।