কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুককরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলী সুলতানা:- করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বিখ্যাত কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর। ইউরোপের লাটভিয়ার তিনি মারা যান। তিনি দেশটিতে গত ২০শে নভেম্বর এসেছিলেন।

লাটভিয়ার স্থানীয় গণমাধ্যম ডেলফি জানায়, ১১ই ডিসেম্বর স্থানীয় সময় রাতে কোভিড-১৯ এর সাথে লড়াইয়ে হেরে যান কিম কি ধুক। তার মারা যাওয়ার বিষয়টি তার দোভাষী ক্রোলোভাও নিশ্চিত করেছেন।

আর্টডোকফেস্ট/রিগা ভিটালিজস মানসকিসের পরিচালক জানিয়েছেন, কিম কি-ধুক জুরমালায় একটি বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন। একইসঙ্গে সেখানে নাগরিকত্বের আবেদন করেছিলেন। তবে নির্দিষ্ট সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারেননি। এর পরবর্তীতে তার সহকর্মীরা তাকে হাসপাতালে খোঁজা শুরু করে।

লাটভিয়ায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস এখনও কোন মন্তব্য করেনি কিমের মৃত্যুর বিষয়ে।কিম কি-দুক ১৯৬০ সালের ২০শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় জন্মগ্রহণ করেন।

১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যারিসে ফাইন আর্টস বিষয়ে শিক্ষাগ্রহণ করেন। এরপর দেশে ফিরে শুরু করেন চিত্রনাট্য লেখার কাজ এবং ১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিল কর্তৃক আয়োজিত এক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান।পরের বছর তিনি ক্রোকোডাইল নামক একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র পরিচালনা করেন।

২০০০ সালে তার চলচ্চিত্র ‘রিয়াল ফিকশন ২৩তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ জায়গা করে নেয়।

২০০৪ এ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সামারিটান গার্লস চলচ্চিত্রের জন্য এবং ভেনিস চলচ্চিত্র উৎসব – ৩-আয়রন’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালকের সম্মানে ভূষিত হন।

২০১২ সালে তার পরিচালিত “পিয়েটা”ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করে এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে (গোল্ডেন লায়ন) পুরস্কার লাভ করে।