ক্যাপসিকামের চালানে মাদক ও যৌন উত্তেজক ওষুধ!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোন বেনাপোল সীমান্তে (যশোর) প্রতিনিধি// ঋণপত্র খোলা হয়েছিল ভারত থেকে পাঁচ হাজার কেজি ক্যাপসিকাম আমদানির জন্য।

পণ্যের চালানটি বেনাপোল বন্দরে প্রবেশের পর তল্লাশি চালিয়ে মিলল থ্রিপিস, মাদক, যৌন উত্তেজক ওষুধ।রবিবার সন্ধ্যায় বেনাপোল বন্দরে তল্লাশি চালিয়ে কাস্টমস ওই চালানে এক হাজার ৫০টি থ্রিপিস, আমদানি নিষিদ্ধ ২৪০ কেজি সিমা জাতীয় মাদক, ২০ কেজি যৌন উত্তেজক ওষুধ, ৫০ কেজি হোমিওপ্যাথিক ওষুধ ও একশ’ কেজি স্কিনক্রিম উদ্ধার করে।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার আব্দুর রশীদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ৩১ নম্বর শেডে রাখা রাখা আমদানিকৃত ওই পণ্যচালানটি শতভাগ তল্লাশি চালানো হয়। প্রায় কোটি টাকার এই পণ্য অবৈধভাবে আনার মাধ্যমে ১০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

আটক পন্য চালানটি বাজেয়াপ্ত করা ছাড়াও, এর সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সটি সাসপেন্ড করা হয়েছে।তিনি আরও জানান, পণ্য চালানের আমদানিকারক বেনাপোলের সিয়াম এন্টারপ্রাইজ। রবিবার আমদানিকরকের পক্ষে পণ্যচালানটি ছাড় করানোর জন্য সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের মেসার্স স্বদেশ ট্রেডিং বিল অব এন্ট্রি দাখিল করে।