কয়েকটি দেশ সন্ত্রাসবাদে মদদ জোগায় : মোদি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটা সবাই জানে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো বিভিন্ন সূত্র থেকে অর্থ সাহায্য পায়। তেমনই একটি সূত্র হল রাষ্ট্রের মদদ।

নিজেদের বৈদেশিক নীতি হিসেবে কয়েকটি দেশ সন্ত্রাসবাদে মদদ জোগায়। শুক্রবার নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোদি বলেন, ওই দেশগুলো জঙ্গিদের রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়। আন্তর্জাতিক সংগঠনগুলো যেন এটা না ভাবে যে, যুদ্ধ হচ্ছে না বলেই শান্তি বিরাজ করবে।

আড়াল থেকে যুদ্ধ করা বা প্রক্সি ওয়ার অত্যন্ত বিপজ্জনক ও হিংসাত্মক।মোদি পরিষ্কার জানিয়ে দিলেন, যে দেশগুলো সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, সেই দেশগুলোকে কঠিন মূল্য দিতে হবে।

তিনি বলেন, যে দেশগুলো নিজেদের বৈদেশিক নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদের প্রতি রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করেননি মোদি। তবে পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন।

মোদি বলেন, মূল থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে আরও কার্যকরী প্রতিক্রিয়ার প্রয়োজন আছে। কখন সন্ত্রাসবাদী আক্রমণ চালানো হবে এবং তারপর পদক্ষেপ নেব, সেই মনোভাবে এগিয়ে গেলে হবে না।

আগে থেকেই সন্ত্রাসবাদীদের লক্ষ্য করতে হবে। জঙ্গিদের সহযোগী নেটওয়ার্ক ভেঙে দিতে হবে আমাদের। ওদের অর্থ সহায়তার রাস্তা বন্ধ করে দিতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস