খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের ২ সদস্য নিহত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খাগড়াছড়ি:– খাগড়াছড়ির মহালছড়ির সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে মহালছড়ি উপজেলার সীমান্তবর্তী দুরছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রবি কুমার চাকমা, বিমল চাকমা। তাদের মধ্যে ত্রিপল চাকমা নামে অপর একজন নিখোঁজ রয়েছেন।এদিকে, নিহতদের মরদেহ উদ্ধার করেছে মহালছড়ি থানা পুলিশ। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজও উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুর্গম দুরছড়িতে পাহাড়ের ওপর গোলাগুলির শব্দ শুনতে পান তারা। তবে ওই এলাকায় প্রাথমিকভাবে হতাহতের বিষয়ে তেমন কোন ধারণা দিতে পারেননি তারা।

এ বিষয়ে মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, দূর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে একটু সময় লেগেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, গতকাল মঙ্গলবার সাংগঠনিক কাজে তারা তিনজন দুরছড়ি গ্রামে গিয়েছিলেন। ভোরে সেখান থেকে ফেরার পথে তিনজনের ওপর সশস্ত্র হামলার খবর পান। তাদের মধ্যে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আরেকজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনার জন্য নব্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন সংগঠক অংগ্য মারমা।