খামার থেকে ৭ শতাধিক হাঁস ডাকাতি, ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পাবনা প্রতিনিধি:- পাবনার সুজানগর উপজেলায় একটি হাঁসের খামার থেকে খামার মালিককে রশি দিয়ে হাত ও মুখ বেঁধে সাত শতাধিক হাঁস ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার গাজনার বিলের খয়রান এলাকায়।

ঘটনার পরপরই খামার মালিক সেলিম প্রামাণিক ৯৯৯ নম্বরে ফোন দিলে কাশিনাথপুর মোড় থেকে ডাকাতি হওয়া সাত শতাধিক হাঁস উদ্ধার করাসহ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার ও পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা (কোনাগাঁতী) গ্রামের আবু সাইদের ছেলে লিমন ওরফে রিমন শেখ (২৬), কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে আব্দুল বাছেত, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের সেরাত আলীর ছেলে ইব্রাহিম আলী ও একই এলাকার ইউসুব আলীর ছেলে সোনাউল্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, এ ঘটনায় খামার মালিক সেলিম প্রামাণিক থানায় একটি মামলা করেছেন। মামলার ভিত্তিতে শুক্রবার বিকালে গ্রেফতারকৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।