গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জেলায় ১৪৫ জনের মৃত্যু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন// গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জেলায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়াতেই মারা গেছেন ২২ জন।গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন ও ১০ জনের করোনা উপসর্গ ছিলো।এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ও ১৫ জনের উপসর্গ ছিলো।অন্যদিকে, খুলনার ৪টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের উপসর্গ, বাকিরা করোনা পজিটিভ ছিলেন।এছাড়া, ঝিনাইদহে মারা গেছেন ১৩ জন। মৃতদের মধ্যে ৩ জনের উপসর্গ ও বাকিরা করোনা পজিটিভ ছিলেন।এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন আরো ১০ জন। এ নিয়ে চট্টগ্রামে এই প্রণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৭৫৪ জনের।অন্যদিকে, ময়মনসিংহে ও ফরিদপুরে ১৪ জন করে মারা গেছেন। আর, চুয়াডাঙ্গায় মারা গেছেন ১০ জন। এদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ও ৪ জনের উপসর্গ ছিলো। এছাড়া, সাতক্ষীরায় ৮ জন ও ঠাকুরগাঁওয়ে ৩ জন মারা গেছেন।