গাজা উপত্যকায় সামরিক অভিযান অব্যাহত থাকবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক// সোমবার থেকে ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায় মৃত্যু বেড়ে হয়েছে ১১৯। আহত আট শতাধিক। ইসরায়েলর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে গাজা উপত্যকায় সামরিক অভিযান অব্যাহত থাকবেপ বলে জানিয়েছেন। তিনি বলেন, হামলা চালানোর জন্য গাজার শাসক দল হামাসকে চরম মূল্য দিতে হবে।এদিকে লেবানন থেকে তেল আবিবে তিনটি রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে রবিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। হামলা-পাল্টা হামলায় ভয়াবহ রূপ নিচ্ছে ফিলিস্তিন এলাকা। ইসরায়েলের বাহিনী অব্যাহত রেখেছে বিমান হামলা ও গোলা বর্ষণ। অন্যদিকে হামাসও চালিয়ে যাচ্ছে রকেট হামলা। সংঘাতে না জড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্বেও কোন পক্ষই বিরত থাকছে না হামলা থেকে।ফিলিস্তিনের গাজা সীমান্তে ট্যাংক ও সেনা মোতায়েন করেছে ইসরায়েল। ফিলিস্তিনে স্থল হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। গাজায় অব্যাহত হামলার কারণে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলের দিকে রকেট ছোড়া নিক্ষেপ করেছে লেবানন এমন দাবি করেছে দেশটি। ইসরায়েল সেনাবাহিনী রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে রকেটগুলো ভূমধ্যসাগরে পতিত হওয়া কোন ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।এদিকে সংঘাতময় পরিস্থিতিতে রবিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে বসিরায়েল ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করবে সদস্য রাষ্ট্রগুলো।