গাজীপুরে ৬ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরে অভিনব কায়দায় কক্সবাজার থেকে পাচারকালে ছয় হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাসন এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাইদ মোহাম্মদ নোবেল রোহিঙ্গা হতে পারেন বলে পুলিশের সন্দেহ এবং এ বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-কমিশনার জানান, একটি অসাধু চক্র কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভিতরে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচার করে আসছে- এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। রেডএক্স পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে এই ফার্নিচার গাজীপুরে আসছিল। পুলিশের অভিযানে ছয় হাজার ইয়াবাসহ সাইদ গ্রেপ্তার হন।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং আটককৃত সাঈদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-কমিশনার।