গেজেটে নাম নেই মুক্তিযোদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার// প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরও শেষ পর্যন্ত গেজেটে নাম ওঠেনি মুক্তিযোদ্ধা নসিমুদ্দিনের (নসু)। ফলে কোনো ধরণের রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন সম্পন্ন হলো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সেই বীর মুক্তিযোদ্ধার।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪ টায় জেলার চৌডালা জহুর আহমেদ মিয়া বাঘমারা গোরস্থানে নসিমুদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সাবেক চেয়ারম্যান শাহ আলম, আওয়ামীলীগ নেতা ডাক্তার আনসারুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ‘ভিক্ষায় জীবন চলে মুক্তিযোদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে একাত্তর। প্রতিবেদন প্রকাশের পর সেদিন রাতেই প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে এই মুক্তিযোদ্ধার খোঁজ নেওয়ার নিদের্শ দেন।

পরে নসিমুদ্দিনকে একটি বাড়ি উপহার দিয়ে দ্রুত তার নাম গেজেটভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।নির্দেশ অনুযায়ী ২০২০ সালের ১৪ ডিসেম্বর সেই মুক্তিযোদ্ধাকে আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়ি ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ এক লক্ষ টাকা এবং কিছু উপহার সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক।

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, গেজেটে নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণে তাকে গার্ড অব অনার প্রদান না যায়নি।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার জানান, গেজেটে নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জেগেটে নাম না থাকার কারণে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো সম্ভব হয়নি।মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি।