গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার-ডানিলো

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খেলাধুলা প্রতিবেদক:- গোঁড়ালির লিগামেন্টের ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে পারবেন না ব্রাজিলের দওই তারকা ফুটবলার নেইমার ও ডানিলো।

দলের মেডিকেল বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোঁড়ালিতে চোট পান স্ট্রাইকার নেইমার ও ডিফেন্ডার দানিলো। ম্যাচের ৮০ মিনিটে সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

পুরো সময় খেললেও ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে ডানিলোকে। ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের মত গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন ডানিলো।দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, ‘শুক্রবার বিকালে এমআরআই করানো হয়েছে নেইমার ও ডানিলোর। গোঁড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে দু’জনেরই। এটি নিশ্চিত যে, পরের ম্যাচে খেলতে পারবেন না তারা। তবে তাদের চিকিৎসা করানো হবে যাতে আবারও আসরে মাঠে নামতে পারেন তারা।’গত কয়েক বছর ধরে ডান পা ও গোঁড়ালির সমস্যায় ভুগছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার সময় হতাশ দেখা গেছে তাকে। ডান পায়ের গোঁড়ালির ইনজুরিতে ২০১৯ সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার।২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে পীঠের ইনজুরিতে পড়েন নেইমার। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়া ম্যাচে খেলতে পারেননি এ তারকা খেলোয়াড়।

এ ছাড়াও ব্রাজিল শিবিরে ইনজুরিতে ভুগছেন উইঙ্গার অ্যান্টনি এবং মিডফিল্ডার লুকাস পাকুয়েটা। সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের খেলা নিয়ে সংশয় রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল।প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ফেভারিট ব্রাজিল।