ঘূর্ণিঝড় হামুন: পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩ সাইক্লোন শেল্টার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী:-ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় পটুয়াখালীতে ৭০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে পায়রা বন্দর চ্যানেল থেকে সকল জাহাজকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এসব তথ্য দেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার, ৩৫টি মুজিবকিল্লা ও ৮ হাজার ৭৬০জন সিপিপি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ৭৬টি মেডিকেল টিম, ৯ লাখ ৯০ হাজার টাকা ও ৬০০ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, আজ রাত ৮টার পর ঢাকা থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথে উপকূল থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে সকল সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি রাতে এসব সাইক্লোন শেল্টারে আশ্রায় নেয়াদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও রাখা হয়েছে।