ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ক্রমশ পশ্চিম বাংলা ও খুলনা অঞ্চলে এগিয়ে আসার শঙ্কা বাড়ছে!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ক্রমশ পশ্চিম বাংলা ও খুলনা অঞ্চলে এগিয়ে আসার শঙ্কা বাড়ছে।তবে আগামীকাল রবিবার ২৩শে মে তারিখে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে। সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পলিসি কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।তিনি জানান, সরকারসহ সংশ্লিষ্টদের প্রস্তুতি খুব ভাল। এছাড়া, স্থানীয় পর্যায়ে নগদ টাকা বিতরণ করা হয়েছে এবং আগামীকাল রবিবার শুকনা খাবার বিতরণ করা হবে। করোনার কারণে সম্ভাব্য ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি আশ্রয় কেন্দ্র ব্যবহার করা হবে।আর কোনো করোনাভাইরাসের রোগী ও লক্ষণসম্পন্ন কাউকে পাওয়া গেলে তাকে আলাদা রাখা হবে। আশ্রয়কেন্দ্র গুলোতে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসুরক্ষা মেনে চলার বিষয়ে সতর্কাবস্থান থাকবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।