চলতি মাসের মুদ্রাস্ফীতি বাড়বে, অক্টোবরে ঘুরে দাঁড়াবো: পরিকল্পনামন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// মাসে মূল্যস্ফীতি আরও কিছুটা বাড়বে। তবে অক্টোবর থেকে পণ্য ও সেবার দাম কমে আসবে। ঘুরে দাঁড়াতে শুরু করবে অর্থনীতি।

এমনটাই ধারণা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ডিজেএফবি) এর উন্নয়ন সংলাপে তিনি এ কথা বলেন।পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রাম ও শহরের বৈষম্য কমাতে হবে। নতুন স্কুল, কলেজ, হাসপাতালসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে তা মাথায় রাখছে সরকার।

ক্যাটাগরি অনুযায়ী প্রকল্পে গুরুত্ব দেয়া হচ্ছে। এতে ডলারের ওপর চাপ কিছুটা কম। তারপরও পরিস্থিতি ভালো না হলে সরকারি প্রকল্পের ব্যয় সমন্বয় করা হবে।মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে অর্থনীতিতে চাপ পড়েছে। কিন্তু এই ধাক্কা সাময়িক। দেশে এখন ২০ লাখ টন খাদ্য মজুদ আছে। আইএমএফ’র ঋণ দ্রুত ছাড় হবে। তাই আগামী মাস থেকেই পরিস্থিতি স্বাভাবিক হবে।পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী মাসে আমরা ঘুরে দাঁড়াবো।

প্রথম মাসে বলেছিলাম, মুদ্রাস্ফীতি বাড়বে আগস্টে। আগস্টে এসে বলছি, সেপ্টেম্বরেও কিছুটা বাড়বে। এটা আমি আগাম বলে দিচ্ছি। অক্টোবর থেকে আবার নামা শুরু করবে।