চাঁদপুরে টাকার বিনিময়ে করোনার টিকা: ইপিআই পোর্টার বরখাস্ত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চাঁদপুর জেলা প্রতিনিধি// চাঁদপুরে টাকার বিনিময়ে করোনার টিকা দেয়ার অভিযোগে এক স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই পোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার (ভ্যাকসিন বাহক) জাকির গত ১৯ আগস্ট মতলব উত্তর উপজেলার মরাদোন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে সিনোফার্মার করোনা টিকা বিক্রি করেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানতে পারলে গত ২২ আগস্ট চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর নির্দেশে এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাইনুল ইসলাম মোনাসকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জাকিরের বিরুদ্ধে ৩১ জনকে সিনোফার্ম করোনার টিকা দেয়ার সত্যতা পায় কমিটি। এরপরই সাময়িক বরখাস্ত করা হয় তাকে।

এ বিষয়ে থানায় একটি জিডিও করা হয়েছে বলে জানা যায়।চাঁদপুরে টাকার বিনিময়ে করোনার টিকা: ইপিআই পোর্টার বরখাস্ত