চাঁদপুরে ‘৯৯ বন্ধু ষ্টোর-১’ এর উদ্বোধন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক// ফিরে পেলে বন্ধুত্ব, দূর হবে বেকারত্ব’ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে এসএসসি ৯৯ ব্যাচ চাঁদপুর জেলার বন্ধু সংগঠন।

গত শুক্রবার এসএসসি ’৯৯ চাঁদপুর জেলার উদ্যোগে কচুয়া উপজেলার কর্মহীন বন্ধু আবদুল্লার কর্মব্যবস্থার জন্য উপহার স্বরূপ ‘৯৯ বন্ধু ষ্টোর-১’ নামক একটি দোকান এবং বিকল্প আয়ের মাধ্যম হিসেবে কৃষি শস্য উৎপাদনের জন্য জমি বরাদ্দ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। কচুয়া উপজেলার দারাশাহী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘এসএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় এসএসসি ’৯৯ ব্যাচের মতলব উত্তরের জহির খান ও ইয়াজ উদ্দিন, মতলব দক্ষিণের শরফুদ্দিন মৃধা ও মামুনুর রশীদ, ফরিদগঞ্জের জাহাঙ্গীর পাটোয়ারী ও সোহাগ মিয়া, হাইমচরের জিল্লুর রহমান জুয়েল ও জহির রায়হান, হাজীগঞ্জের কামরুল ইসলাম, কচুয়ার নিলয় খান, দারাশাহী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও স্থানীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে অসহায় ও হতদরিদ্র মানুষদের সাহায্য কার্যক্রম অব্যাহত রেখেছে এসএসসি ’৯৯ ব্যাচ। করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা, বিনা খরচে ওষুধ সেবা দেওয়া, গরিব অসহায় মানুষের জন্য গৃহনির্মাণ করে দেওয়াসহ নানান মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

এরই মধ্যে ৭ শতাধিক লোকের ত্রাণ সহায়তা, বেশ কিছু লোকের চিকিৎসা ব্যয়ভার বহন করা, গরির অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেওয়া, দুস্থ ও অসহায় লোকের গৃহনির্মাণ করে দেওয়ার মতো মানবিক কাজ করে যাচ্ছেন গোপনীয়তা রক্ষা করে। এসএসসি ৯৯ ব্যাচের চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক জহির উদ্দিন খান বলেন, আমরা পিছিয়ে পড়া কর্মহীন বন্ধুদের সচ্ছল করে স্বাবলম্বী করে তুলে বেকারত্ব দূর করতে কাজ করে যাচ্ছি। পরবর্তী প্রজন্মকে আমরা একটা বার্তা দিতে চাই।

আমরা যদি ভালো কাজের চর্চা করি তাহলে এখান থেকে তারা শিখবে, বন্ধুত্বের বন্ধন কি সেটা তাদের মধ্যে সুদৃঢ় হবে। এ সময় বন্ধুদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বন্ধু সাদাফ রহমান, মো. আহসান হাবীব, মো. আব্দুল মোতালেব, ইয়াসিন, জাকির হোসেন ও বন্ধু মশিউর রহমানসহ সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।