চাঁপাইনবাবগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র মিললো নারীর কাছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চাঁপাইনবাবগঞ্জ :-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ এক নারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

আটকৃত নারীর নাম রুমি বেগম। সে উপজেলার ছত্রাজিতপুরের পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২০ ডিসেম্বর) দুটি অস্ত্রের চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল কয়লাবাড়ি এলাকায় কয়েকটি গাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজি তল্লাশির করে এক নারী যাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

একই সময়ে অপর একটি অভিযানে জেলার চকপাড়া সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬টি রাউন্ড গুলি, ৫১টি রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।