চাচার হাতে ভাতিজা খুন! হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আমিনুল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধি:- ভাতিজাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা দায়ে চাচার মৃত্যুদণ্ড ও পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে জামালপুর জেলা জজ আদালত।

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে হত্যার মামলায় চাচাকে মৃত্যুদণ্ড ও অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে জমি নিয়ে বিরোধের জেরে জামালপুর সদরের কুমারগাতি এলাকার রইচ উদ্দিনের বড় ছেলে মমিনের সাথে তার চাচা আনছার আলী প্রামানিকের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আনছার আলী মমিনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর মমিনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা রইচ উদ্দিন বাদি হয়ে ছোট ভাই আনছার আলী প্রামানিকসহ ৬ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণে অপরাধ প্রমাণ হওয়ায়, আসামী আনসার আলীকে মৃত্যৃদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং অপর ৫ আসামি কলম প্রামানিক(৪০), শাহীন(৩৫), সাইদুল(৫০), শাইবানু(৪০) ও শাবনাজ(৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে বিজ্ঞ আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন। তবে, মামলার সকল আসামি পলাতক রয়েছে।