চীন সাগরের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের সঙ্গে অজানা বস্তুর আঘাত লেগেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তাজাতিক ডেক্স:- দক্ষিণ চীন সাগরের চারপাশে টহল দেয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের সঙ্গে অজানা বস্তুর আঘাত লেগেছে।


এ ঘটনায় অন্তত ১৫ মার্কিন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা জানান, শনিবার ইউএসএস কানেকটিকাটের সঙ্গে ওই বস্তুটির ধাক্কা লাগে। তবে এর কারণ এখনও জানা যায়নি।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হলেও দক্ষিণ চীন সাগরের কোন এলাকায় এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে বলা হয়নি এবং এতে কতজন আহত হয়েছেন সেটার বিষয়েও স্পষ্ট কোন বক্তব্য দেয়া হয়নি। তবে আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করা হয়েছে ওই বিবৃতিতে।

তাইওয়ানের আকাশসীমায় বারবার চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যেই চরম বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এই ঘটনা ঘটল। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সাবমেরিনটি এখন মার্কিন এলাকা গুয়ামের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে, দক্ষিণ চীন সাগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনজাতি সাবমেরিন চুক্তি হয়। এই ‘অকাস’ নামের চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহযোগিতা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গত পঞ্চাশ বছরে যুক্তরাজ্যের বাইরে প্রথম তার পরমাণবিক সাবমেরিন প্রযুক্তি অন্য দেশকে দিতে যাচ্ছে। মূলত বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রভাব কমাতেই এই চুক্তি বলে ধারণা করা হচ্ছে। তবে এই চুক্তির কড়া সমালোচনা করেছে চীন এবং ফ্রান্স। এতে ওই অঞ্চলের উত্তেজনা আরও বেড়ে যায়।