চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত, লালন হোসেন সদর উপজেলার হাতিকাটা স্কুলপাড়ার রবিউল হক জোয়ার্দ্দারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২১ জুন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল লালনের কাছ থেকে অবৈধ ৮৪ এ্যাম্পুল বুপেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে লালন হােসেন এবং সদর উপজেলার আলুকদিয়া নওদা পাড়ার নিয়ত আলীর ছেলে আইয়ুব আলীকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট লালন হােসেন ও আইয়ুব আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। আদালত আইয়ুব আলীকে খালাস দিয়েছেন।