চুয়াডাঙ্গায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চুয়াডাঙ্গা প্রতিনিধি:- বেশি দামে তরমুজ এবং অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নিউমার্কেট ও বড়বাজার এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে চুয়াডাঙ্গা নিউমার্কেট ও বড়বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিউমার্কেটে আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক কামরুজ্জামানকে ৭ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ও আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স অনামিকা কসমেটিকসের মালিক মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বড়বাজার মোড়ে তরমুজের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স ইমরান ফল ভান্ডারে তরমুজের ক্রয় ভাউচার না রাখা ও কেজি দরে বিক্রয়ের অপরাধে মালিক ইমরান মিয়াকে ১ হাজার টাকা এবং মেসার্স রাজন ফল ভান্ডারের মালিক মো. রাজন আলীকে একই অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।