ছবি তোলার পর ৬ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৩৫ জন আহত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদপুর জেলা প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় ছবি তোলাকে কেন্দ্র করে ছয় গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় গ্রামের ৩৫ জন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী, নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৯টার দিকে এ সংঘর্ষ শেষ হয়। সংঘর্ষে আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার সময় এলাকার কিছু যুবক ছুলনা বাজারে ছবি তুলছিল। এ নিয়ে যুবকদের মধ্যে গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও নাওরা এলাকার পাঁচ গ্রামের বাবু, রিফেলসহ কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ ঘটনার জের ধরে গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ৩৫ জন লোক আহত হয়েছে।

আহতদের মধ্যে আছাদ (২২) ও আজিজুলকে ভাঙ্গা থেকে ফরিদপুর এবং হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এলাকায় থমথমে ভাব বিরাজ করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, ছবি তোলা নিয়ে যুবকদের মধ্যে কথাকাটাকাটি ও পরে ছয় গ্রামের বাসিন্দাদের মধ্যে মারামারি হয়েছে। সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।