ছিন্নমূল জনগোষ্ঠির মাঝে কুষ্টিয়ার জেলা প্রশাসক শীতবস্ত্র বিতরণ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা :- শীতের আগমনী বার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে কুষ্টিয়া সহ সারা দেশে।

কষ্ট বেড়েছে অসহায় ছিন্নমূলদের। রাত নামতেই শুরু হচ্ছে ঘন কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। রেল ষ্টেশন ও ফুটপাতে রাত কাটানো ছিন্নমূলদের অসহায়ত্ব ফুটে উঠছে।

গত মঙ্গলবার রাত ১০টার সময় রেল ষ্টেশন সহ শহরের বিভিন্ন এলাকায় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন শীতের তীব্রতায় অসহায় হয়ে পড়া ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।

এ সময় জেলা প্রশাসক আসলাম হোসেন নিজহস্তে ৩৫০জন ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এ সময় তিনি বলেন, জেলার সকল অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

সেই সাথে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।

শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন,উপ-পরিচালক স্থানীয় সরকার মৃনাল কান্তি দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট সিরাজুল ইসলাম,

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী,নেজারত ডেপুটি কালেক্টর তাইফুর রহমান,নিবার্হী ম্যাজিস্টেট আহমেদ সাদাত ও সবুজ হাসান।