জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য গ্রেফতার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহ সদরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামে’র ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে খুলনা র‍্যাব ৬ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন। তিনি জানান, বুধবার রাতে ঝিনাইদহের সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পশ্চিম অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত ইয়াকুব হোসাইন ওরফে ইয়াকুব হুজুর, জাহাদ খান ও মো. মাহিন।

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার মঈন জানান, গত রাতে র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৬ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মো. ইয়াকুব হোসাইন ওরফে ইয়াকুব হুজুর (২১), মো. রুবেল ওরফে জাহাদ খান (৩৬) ও মো. মাহিনকে (১৮) গ্রেফতার করা হয়।কমান্ডার খন্দকার মঈন আরও জানান, গ্রেফতারকৃতরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা করছিল।

তালেবান আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের পরিকল্পনাও ছিল তাদের। দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে তারা সদস্য সংগ্রহ করতো। তাদের কাছ থেকে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ হওয়ার বই, মোবাইল জব্দ করা হয়েছে।