জনগণের ভোটে নির্বাচিত না বলে সরকার যা খুশি তা করছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে আওয়ামী লীগ সরকার যা খুশি তা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বললেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস এবং ইসলামী মূল্যবোধকে নষ্ট করতে শিক্ষাক্রমে ট্রান্সজেন্ডার ও সমকামিতার মতো বিষয় যোগ করা হয়েছে।

‘একতরফা ডামি নির্বাচনের সংসদ এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতাদানকারী বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল’ এর দাবিতে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে মিছিলপূর্ব সমাবেশ থেকে এসব কথা বলেন তিনি। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে এ সমাবেশের পরে ও মিছিল হয়।

শিক্ষাক্রমে ট্রান্সজেন্ডারের বিষয়টি যোগ করায় সমাবেশে বক্তারা এর নিন্দা জানান। সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এ দেশের মানুষ ডামি নির্বাচন মানে নাই। তাই দেশকে ধংসের দিকে ঠেলে দিয়েন না। সরকারকে অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে।

জনগণ সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করবে উল্লেখ করে হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, এমন আন্দোলনের ঢেউ তোলা হবে, সরকার পালানোরও সুযোগ পাবে না।