জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোন বেনাপোল প্রতিনিধি:- হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কার্যক্রম সচল রয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর এ পথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের সব ধরনের পণ্যের আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বিষয়টি ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে।বুধবার সকাল থেকে পুনরায় এ পথে বাণিজ্যিক কার্যক্রম সচল হবে বলেও জানান তিনি।

বেনাপোল স্থল বন্দর যশোর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন (ওসি) মহাসিন খান জানান, এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে। যাদের ভ্রমণের অনুমতি আছে তারা যাতায়াত করতে পারবেন।

জানা যায়, বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরের গুরুত্ব অপরিসীম। দেশের স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশ হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার পণ্য আমদানি ও ৮ হাজার কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। আমদানি পণ্য থেকে সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আসে।