জানুয়ারির মধ্যেই পাবে সাড়াদেশে করোনা ভ্যাকসিন:স্বাস্থ্যমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন:- জানুয়ারির মধ্যেই বাংলাদেশ করোনা ভ্যাকসিন পাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে, রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনায় এ আশা প্রকাশ করেন । স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত।

সরকারি চিকিৎসকের পাশাপাশি করোনায় সেব দানকারী বেসরকারি চিকিৎসকদের প্রনোদনার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে সঙ্গে আলোচনা করা হবে।

সকল চিকিৎসকের আন্তরিকতা ও সরকারের সঠিক পদক্ষেপের কারণে উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কম।

তিনি আরো বলেন, বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে অক্সফোর্ডের তিন কোটি ভ্যাকসিন নিয়ে আসা হবে।

আবার পুরো ইউরোপ লকডাউনে চলে গেছে, কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে। করোনা নিয়ন্ত্রণে না থাকলে এটা হতো না।

আমাদের এখানে শুধু আরটিপিআর টেস্ট হচ্ছে না। এন্টিজেন টেস্ট শুরু করা হয়েছে। আমাদের জিন এক্সপার্টদের টেস্ট শুরু হয়েছে।