জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফেব্রুয়ারির ১৬ তারিখ জার্মানির মিউনিখ শহরে বসবে মিউনিখ নিরাপত্তা সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই ও জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্মেলনের মাঝে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ১৬ তারিখ মিউনিখে শুরু হবে এ নিরাপত্তা সম্মেলন। যা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। টানা চতুর্থবার সরকার গঠনের পর এটি হবে সরকারপ্রধানের প্রথম বিদেশ সফর। এর আগে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী এই নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন।