জুনের মধ্যে বিদেশ যাবে সাড়ে ৯ লাখ কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// এক মাসে বিদেশ গেছে প্রায় এক লাখ কর্মী। জুনের মধ্যে যাবে আরো সাড়ে ৯ লাখ। জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শনিবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় এসব কথা জানান তিনি।মন্ত্রী বলেন, অভিবাসন সংশ্লিষ্ট বিশেষ করে প্রবাসী ও বিদেশে লোক পাঠানো প্রতিষ্ঠানের অবদান অনেক। তবে জনশক্তিরও সীমাবদ্ধতা রয়েছে।

প্রক্রিয়া সহজ করতে বিদেশে লোক পাঠানো প্রতিষ্ঠানগুলোকে আরও পেশাদার হতে হবে।তিনি বলেন, বিভিন্ন দেশে নতুন করে কর্মসংস্থানের বাজার খুলতে সরকার উদ্যোগ নিয়েছে।

এছাড়া প্রবাসী কর্মীদের দক্ষতা বাড়াতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে। দেশে বিনিয়োগ করতে ও বাড়াতে প্রবাসীদের প্রতি আহ্বান এবং সরকার সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবে। বর্ধিত বিমানভাড়া নিয়ে কথাবার্তা ও আলোচনা ফলপ্রসূ হবে বলেও জানান তিনি।