জেব্রার মৃত্যু: তদন্ত প্রতিবেদন দিতে বলল হাইকোর্ট

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শাহ আলম ভ্রম্যমান প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসে ১১ জেব্রা ও একটি রয়েল বেঙ্গল টাইগার মারা যাওয়ার ঘটনায় গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সাথে সেখানকার প্রাণীদের দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রাণীদের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাকে কেন দায়ী করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। গেল ২রা ফেব্রুয়ারি এ নিয়ে রিট করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে আজ এই আদেশ দেয় আদালত।চলতি বছরের ২রা জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারী পার্কের ভেতর মারা যায় ১১টি জেব্রা ও একটি বাঘ।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গেল ৩রা ফেব্রুয়ারি এক সিংহীর মৃত্যু হয়। জেব্রা ও বাঘের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকোরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেটেরিনারী অফিসার ডা. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়।

এরপর পার্কের প্রকল্প পরিচালককেও তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।