জেলা পরিষদের সিইও ফেন্সিডিল সহ আটকের ১৮ ঘণ্টা পর মামলা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আবদুল ওদুদ :- ফেন্সিডিলসহ আটকের ১৮ ঘণ্টা পর রাজশাহী জেলা পরিষদের সিইও নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

পরে তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর কোরে কারাগারে পাঠানো হয়। পুঠিয়া ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালেও তার বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ।

শুক্রবার রাত ৯টায় সরকারি গাড়িতে ফেন্সিডিল বহনের সময় চাঁপাইনবাবগঞ্জে আটক হন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের জিম্মায় তাকে সারারাত রাখা হয় সার্কিট হাউসে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাইলেও তাকে তাদের হেফাজতে দেয়া হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, বলছে আপনারা তার বন্ধুর নামে মামলা দেন আর তার নামে অভিযোগ দেন। আইনের বাইরে যাবার সুযোগ করো নাই।’তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমার কাছে একটা বিষয় জানতে চাওয়া হয়েছিলো তিনি সরকারি অফিসার কিনা আমি সেটা নিশ্চিত করেছি।

সম্পূর্ণ সিদ্ধান্তটা ওনারা নিবেন। তিনি একজন সরকারি কর্মকর্তা।’নুরুজ্জামানকে আটকের খবরে খুশি পুঠিয়া ও মান্দার অনেক মানুষ।

তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্থানীয়দের। মান্দা উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান জানান, তার মতো মানুষ যখন মাদক নিয়ে গ্রেপ্তার হয় তখন বাংলাদেশের কোথাও তার এক সেকেন্ড থাকার কোন অধিকার নেই।

শনিবার বিকেলে নুরুজ্জামান ও তার সহযোগি ওহিদুজ্জামান লাজুকের বিরুদ্ধে মামলা করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম।