জেলের জালে ১৪ কেজির কাতল

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ১৪ কেজি ওজনের একটি বিশাল আকারের কাতল মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২০ জুন) ভোর ৬টার দিকে পদ্মা নদীর ঢালার চর এলাকার জেলে আনিসের জালে মাছটি ধরা পড়ে।জেলে আনিস বলেন, পদ্মা নদীর দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় সকালে জাল ফেলি। পরে জাল ওঠানোর সময় দেখি বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে রওশনের আড়তে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করেছি।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, আজ সকাল ৭টার দিকে কাতল মাছটি আড়ত থেকে উন্মুক্ত নিলামে কিনে পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার একজন ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ১৯ হাজার ৬০০ টাকা ও ভাড়াসহ ২০ হাজারে বিক্রি করেছি।