জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- তেলের দাম বাড়ানোর সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।এর আগে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৮ ই আগস্ট আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রত্যাহারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।