ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য সরবরাহের দায়ে কোম্পানিকে জরিমানা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের কালীগঞ্জে অতিরিক্ত দাম ও মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য বিক্রির দায়ে চেরিশ কোম্পানি ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ গান্না রোড কৃষি অফিসের পাশে ডিপোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) হাবিবুল্লাহ হাবিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম।

জানা গেছে, ওই ডিপো কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ মাছ ও পশু খাদ্য বিক্রি করে আসছে। তারা বস্তার গায়ে থাকা তারিখ ও মূল্য পরিবর্তন করে নিজেদের ইচ্ছেমত সিল বসিয়ে চাষিদের কাছে বিক্রি করে। অভিযানে এ অভিযোগের সত্যতা পান ম্যাজিস্ট্রেট। এ সময় ডিপো থেকে লেটার সিল ও তারপিন উদ্ধার করা হয়। পরে চেরিশ কোম্পানির ডিপো ইনচার্জ প্রশান্ত কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কালীগঞ্জ থানার এসআই ফেরদৌসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, বস্তার গায়ের মেয়াদ ও মূল্য পরিবর্তন করে নিজেদের ইচ্ছেমত সিল বসিয়ে চাষিদের কাছে বিক্রি করে আসছিল, এমন অপরাধের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।