ঝিনাইদহে ২৫ ভরি স্বর্ণালংকারসহ ‘পাচারকারী’ আটক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ২৫ ভরি স্বর্ণালংকারসহ মুক্তা খাতুন (৩৪) নামের এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২১) দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা লক্ষ্মীপুর এলাকার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুক্তা খাতুন কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে।এ সময় পুলিশ সদস্যরা সদর উপজেলার লক্ষ্মী পুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়।

সে সময় দর্শনা থেকে বরিশালগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে মুক্তা খাতুনকে আটক করে। ওই সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

মুক্তা খাতুন দীর্ঘদিন ধরে কালীগঞ্জ থেকে স্বর্ণালংকার ঢাকায় পাচার করে আসছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।