টাঙ্গাইলে বিদেশফেরত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

টাঙ্গাইলে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগে মাসুদ রানা নামে এক বিদেশফেরত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, মাসুদ রানা মাদকাসক্ত ছিল। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। 

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত ব্যাক্তির নাম আবু বক্কর সিদ্দিকী (৬৫)। তিনি একই গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, মাসুদ রানাকে কয়েকমাস আগে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেদেশে গিয়ে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে ১ লক্ষ টাকা নেয়।

নিহতের মেয়ের জামাতা সেলিম রেজা বলেন, গত দুইদিন আগে মাসুদের সাথে কথা বলার সময় সে খুব উত্তেজিত হয়ে যায়। পরে সে কাউকে না জানিয়ে দেশে ফিরে লুকিয়ে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। রাতেই নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।