টিকিটের জন্য ফের সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ের সামনে প্রবাসীরা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন:- সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ের সামনে আজও জড়ো হয়েছেন প্রবাসীরা।


প্রবাসীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে চাকরি হারাতে হবে অনেককেই। কিন্তু তারা বিমান কিংবা সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন না। এসময় প্লেনের কৃত্রিম সংকটের অভিযোগও তোলেন তারা।

দেশে আটকা পড়া বহু প্রবাসী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। অনেকের ফিরতি প্লেনের টিকিট থাকলেও সেটিও পাচ্ছেন না। এমন অবস্থায় ভিসার মেয়াদ বাড়ানোর দাবি জানান প্রবাসীরা।

এর আগে, করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের গেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার রাত ১২টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি। ছুটিতে এসে করোনা ভাইরারসের কারণে দেশেই আটকা পড়েছেন সৌদি প্রবাসীরা। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দ্রুত ফ্লাইট ধরতে হিমশিম খেয়েছেন অনেকেই।