টেকনাফে দুই কেজি আইস ও ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে ২ কেজি ৭১ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা বোঝাই কাঠের নৌকাসহ নুর কবির ও রহিমুল্লাহ নামে দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রবিরার (০১ মে) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, উখিয়া উপজেলার বালুখালী ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-কে/২ এর বাসিন্দা মৃত আলী মিয়ার পুত্র মো. নুর কবির (৩০) এবং ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জে/৩ এর বাসিন্দা মো. নুরুজ্জামানের পুত্র মো. রহিম উল্লাহ (২০)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রবিরার দিবাগত গভীর রাতে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল হোয়াইক্যং ঝিমংখালী বিওপির আওতাধীন নাফনদী সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।

দীর্ঘক্ষণ পর ৩জন ব্যক্তি একটি ১টি কাঠের নৌকা নিয়ে শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি সদস্যরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে সামনে এগুতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন নাফনদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায়। এসময় পূর্ব থেকে সজাগ রাখা স্পীডবোট নিয়ে ঘেরাও করে ১টি কাঠের নৌকাসহ নুর কবির ও রহিমুল্লাহকে গ্রেফতার করে।

এরপর তাদের জিজ্ঞাসাবাদে নৌকার পাটাতন হতে ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ২ কেজি ৭১ গ্রাম আইস এবং ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরও জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত আইস ও ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।