ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ১০ জনের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪৮ জন ডেঙ্গুরোগী।

রোববার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫১ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৩৯৭ জন। আর মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২ জন এবং ঢাকার বাইরের ৮ জন।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৯১ হাজার ৮৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩৫ হাজার ৭৮ জন। আর এক লাখ ৮৮ হাজার ২৫৪ জন ঢাকার বাইরের।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দুই লাখ ৮৪ হাজার ১৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৪৭৬ জনের।