ড্রেনে ভাসছে টাকা আর টাকা!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বনি রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীতে নগরীর একটা ড্রেনে টাকা ভেসে যাওয়া রং ঘটনা ঘটেছে। ৫ টাকা থেকে শুরু করে ৫০০ ও ১০০০ টাকার নোট কুড়িয়ে পেয়েছে স্থানীয়রা।

নগরীর শিরোইল এলাকার রেলওয়ে অফিসার মেস ভবনের সামনে ড্রেনে টাকা পোড়ানোর দৃশ্য দেখা যায় । শনিবার দুপুরে দেখা গেছে, ড্রেনের কাল পানিতে নেমে কয়েকজন টাকা কুড়াচ্ছেন।ড্রেনটির পানি শিরোইল থেকে ভদ্রা দিকে দ্রুতগতিতে যাচ্ছে সেই পানি থেকে কেউ কেউ ১০০০ টাকার নোট কেউ ৫০০ টাকা পাঁচ টাকার নোট ১০ টাকার নোট তুলছেন। কেউ কেউ তুলেছেন প্রাইজবন্ড, তারা জানান, পানিতে পুরনো কিছু কাগজপত্র ভেসে যাচ্ছে, যেসব কাগজপত্র ভেতরে থেকে টাকার নোট পাওয়া যাচ্ছে। কাগজগুলো রাজশাহী সড়ক পরিবহনের গ্রুপের ।

রাজমিস্ত্রি সুনীল দিনে ১০০০ টাকার একটি নোট সহ বেশ কিছু টাকা কুড়িয়ে পেয়েছে । রিকশাচালক গফুর আলী জানান ১০০ টাকা ও ৫০০ টাকার নোট পেয়েছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেছেন, ওই ড্রেন দিয়ে কোন অফিসের কাগজপত্র ভেসে যাচ্ছে, তার সঙ্গে কিছু টাকা ভেসে যাওয়ার খবর পেয়েছি, তবে সেটা খুব বেশি নয়। রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক জানান তাদের অফিসে পুরনো কিছু কাগজপত্র দিনে ফেলা হয়েছিল তার ভিতরে হয়তবা কিছু টাকা থাকলে ও থাকতে পারে।