ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ব্যাপক বৃদ্ধি ১৮ কিলোমিটার দীর্ঘ যানজট

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন// ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।এরফলে অতিরিক্ত গাড়ির চাপে দফায়-দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধে রাখে সেতু কর্তৃপক্ষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদরের পাঁচ বিক্রমহাটি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পেরে শুক্রবার রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত দফায়-দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।এদিকে যানজটের কারনে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা।যানবাহনের চাপ, যানবাহনের ধীরগতি ও থেমে থেমে যানজটের কথা স্বীকার করে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।