তথ্য গোপন করে একাডেমিক পরিচালক হন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক সফি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// তথ্য গোপন করে একাডেমিক পরিচালক হন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক সফি। এছাড়া পছন্দের ব্যক্তিকে দরপত্রের কাজ দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।তথ্য গোপন করে একাডেমিক পরিচালক হওয়া, স্বাক্ষর জালিয়াতি করে পছন্দের ব্যক্তিকে দরপত্রের কাজ দেয়া, অনৈতিক কাজে চাকুরিচ্যুত ব্যক্তিকে আবার নিয়োগ দেয়ার মতো নানা অভিযোগ ঢাকা শিশু হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে। এসব নিয়ে কথা বলতে তার সাথে বার বার যোগাযোগ করা হলেও রাজি হননি তিনি।ডাক্তার সৈয়দ সফি আহমেদ মোয়াজ ১৯৮৯ সালের পয়লা নভেম্বর ঢাকা শিশু হাসপাতাল যোগ দেন। কিন্তু ১৯৯২ সালে তিনি শিক্ষা ছুটি নেন তারপর চাকরি ছেড়ে সিলেট রাগীব-রাবেয়া মেডিক্যালে কলেজে যোগ দেন ২০০০ সালে। ২০১০ সালের পহেলা ফেব্রুয়ারি আবার ঢাকা শিশু হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন সৈয়দ সফি আহমেদ। কিন্তু ২০১৭ সালে হাসপাতালটির একাডেমিক পরিচালক পদে নিয়োগের সময় পরিচালনা পর্ষদে পাঠানো তথ্য বিবরণীতে মাঝখানে অন্য হাসপাতালে চাকুরি করার তথ্য গোপন করা হয়।এতে তার ছয়টি আন্তর্জাতিক এবং ২১টি জাতীয় পাবলিকেশন দেখানো হয়। কিন্তু অন্য দুই অধ্যাপক অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং এ এস এম নওশাদ উদ্দীন আহমেদ এর ৫০টির বেশি পাবলিকেশন থাকলেও তথ্য বিবরণীতে তাদের অভিজ্ঞতার ঘর ফাঁকা রাখা হয়।ঢাকা শিশু হাসপাতাল রেসপিরেটরি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ওইসময় আমার প্রায় ৫০টির বেশি পাবলিকেশন ছিল।কিন্তু সেগুলো আমাদের কাছে চাওয়া হয়নি। এছাড়া নওশাদ উদ্দীনেরও অনেকগুলো আন্তর্জাতিক পাবলিকেশনও ছিল।শুধু তাই নয় হাসপাতালটির পরিচালক ডাক্তার আব্দুল আজিজ ছুটিতে থাকা অবস্থায় নিয়ম লঙ্ঘণ করে দায়িত্ব ছাড়ার আগেই তড়িঘড়ি করে সফি আহমেদ মোয়াজকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। এসব বিষয় অজানা নয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তথ্য গোপন করে নিয়োগ লাভ, রাজনৈতিক সংশ্লিষ্টতা, চুক্তিভিত্তিক নিয়োগে নানা অনিয়ম নিয়ে ২০১৯ সালের ৬ই মার্চ তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। কিন্তু কমিটির সদস্যরা অন্যান্য মন্ত্রণালয়ে বদলি হয়ে যাওয়ায় তা আর আলোর মুখ দেখেনি।পরিচালকের বিরুদ্ধে এছাড়া গুরুতর অভিযোগ রয়েছে, হাসপাতালে দরপত্রে স্বাক্ষর জালিয়াতি করে নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার। হাসপাতালটির ওয়ার্ড সংস্কারের দরপত্র কমিটির মূল্যায়নে কাজ পাওয়ার কথা ছিলো এস কে সরদার এন্টারপ্রাইজের। কিন্তু কাজ দেয়া হয় দ্বিতীয় অবস্থানে থাকা রাজিয়া এন্টারপ্রাইজকে। কাজের আদেশ দেয়া হয় কিংকর ঘোষ এবং অধ্যাপক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে। কিন্তু নথি বলছে, তারা যথাক্রমে ২০১৯ সালের ২রা এবং ৬ই মে দরপত্র কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন। আর প্রায় ২০ দিন পর ২৫শে মে রাজিয়া এন্টারপ্রাইজকে ওই কাজের আদেশ দেয়া হয়।এ বিষয়ে ঢাকা শিশু হাসপাতাল রেসপিরেটরি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ২০১৯ সালের ৭মে আমি যখন পদত্যাগপত্র দিয়েছিলাম তখন তার সাথে একটি খামে করে আমি আমার পাসওয়ার্ডসহ সকল কাগজপত্র তাদের কাছে জমা দিয়েছি। সেই রিসিট কপিও আমাদের কাছে আছে। কারণ আমার পাসওয়ার্ড বা স্বাক্ষর যদি কেউ ব্যবহার করে সেটার দায় কিন্তু ৭ তারিখের পর আর আমার থাকবে না। যে বা যারাই একাজ করেছে এটা অন্যায় করেছে।এখানেই শেষ নয়, করোনা পরীক্ষার নামে অনৈতিকভাবে অর্থ লেনদেনের জন্য হাসপাতালের টেকনোলজিস্ট আয়নাল হককে চাকরিচ্যুত করা হয় গেল ২৪শে জানুয়ারি। তিনি চাকুরি পুনর্বহালের জন্য আবার আবেদন করলে পহেলা ফেব্রুয়ারি কমিটি তা খারিজ করে দেয়। কিন্তু ৬ই মে তাকে আবার নতুন করে নিয়োগ দেন হাসপাতালের পরিচালক সফি আহমেদ মোয়াজ। এসব বিষয়ে জানতে বার বার পরিচালকের রুমে গেলেও তিনি হাসপাতালে উপস্থিত থেকেও ডিবিসি নিউজের সাথে কথা বলেননি।অবশ্য হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা আব্দুল হাকিম ফোনে পরিচালক এসব বিষয়ে কথা বলবেন না বলে জানান। প্রতিবেদন না করার অনুরোধও করেন তিনি।হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, যে বিষয় নিয়ে কথা বলবেন এগুলা নিয়ে স্যারের উপরের থেকে নিষেধ আছে কথা বলতে। মানে এই মুহূর্তে স্যার এসব বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। আপনিও নেগেটিভ কোন রিপোর্ট করবেন না। হাসপাতালের শৃংঙ্খলা ফেরাতে পুরো বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।